• হোম > খেলা | ফুটবল | বিশেষ নিউজ > টাইব্রেকারের নাটকীয়তায় শেষ আটে রিয়াল মাদ্রিদ

টাইব্রেকারের নাটকীয়তায় শেষ আটে রিয়াল মাদ্রিদ

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১৫:৫৮
  • ৬৩৫

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য এক ম্যাচের শুরুতে কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে সহজেই শেষ আটে পৌঁছে যাওয়ার সুযোগ এসেছিলো, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুর জুনিয়র। অতিরিক্ত সময় পেরিয়ে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে নাটকীয়তার পর শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।  

বুধবার (১২ মার্চ) রাতে নিজেদের মাঠে কনর গ্যালাহেরের ৩০ সেকেন্ডে করা গোলে মূল ম্যাচ অ্যাতলাটিকো ১-০ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। অতিরিক্ত সময়েও কেউ গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-২ গোলে জিতেছে রিয়াল। 

টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্যদিকে, আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করলেও মিস করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারজে ও মার্কোস লরেন্তে।  

এর মধ্যে আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুত কারণে। ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তার বাঁ পাটাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। দুই দলের প্রথম লেগে রিয়াল জিতেছিলো ২-১ ব্যবধানে। 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135699 ,   Print Date & Time: Thursday, 1 January 2026, 05:12:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group