• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ৩

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ৩

  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৩৯
  • ২৬৭

---

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী এবং অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135710 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:50:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group