• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চায়ের দোকানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ

চায়ের দোকানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ

  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৭
  • ২২৯

---

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় একটি চায়ের দোকানের সামনে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুরে এই ঘটনা ঘটে। এতে আজগার নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজগার উপজেলার ফুলসারা ইউনিয়নে সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। আর অভিযুক্ত ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে শেখ হাসিনা আবার ফিরবে এমন বিকর্তে জড়ান আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা। একপর্যায়ে তারাবির নামাজের আগে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ গুলি চালালে আজগর নামে এক বিএনপি কর্মী পায়ে গুলিবিদ্ধ হন৷ স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্তকে আটকে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135712 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:07:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group