• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : ট্রাম্প

  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৬
  • ২০৪

ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার প্রশংসাও করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে।

এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেছেন, এই আলোচনা ‘অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ’ এনে দিয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ‘ছলচাতুরী’ করতে দেয়া যাবে না।

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়ার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। তবে রাশিয়া এতে এখনো রাজি হয়নি। গেল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, যুদ্ধবিরতির ধারণা ‘সঠিক এবং আমরা এটি সমর্থন করি। তবে এর ছোটখাটো কিছু জটিলতা আছে।’ পরে শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেছেন তিনি। তার এই প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি।

সূত্র : বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135715 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 07:22:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group