• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মধুখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

মধুখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১৪:৪৬
  • ৬১৯

---

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি:-

ফরিদপুরের মধুখালী থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. গাজী বিশ্বাস (৩২)। তিনি মধুখালী থানার একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার রাতে মধুখালীর বনানী সড়ক এলাকা থেকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার র‍্যাব (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ফরিদুপরের মধুখালী থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে সাত বছরের সাজা দেয় আদালত। কিন্তু এতদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গতকাল রাত ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মধুখালী পৌরসভার বনানী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135749 ,   Print Date & Time: Monday, 27 October 2025, 11:25:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group