• হোম > বাংলাদেশ | রংপুর > কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১৮:৩৭
  • ৪১০

---

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকায় ব্রহ্মপুত্র নদের কিনারা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আইনগত ব্যবস্থা নিতে মরদেহটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135753 ,   Print Date & Time: Monday, 27 October 2025, 06:16:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group