• হোম > জাতীয় | বিশেষ নিউজ > প্রধান উপদেষ্টার আজ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার আজ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

  • সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৮
  • ২০২

ছবি : সংগৃহীত।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মাঠপর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা যায়, এই বিশেষ বৈঠকে ১২৭ জন পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।

এর আগে, রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা আগামীকাল (১৭ মার্চ) মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।”

তিনি আরও জানান, এই বৈঠকে পুলিশ সুপার এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ মোট ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135759 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 01:00:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group