• হোম > জাতীয় | বিশেষ নিউজ > পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

  • সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১৪:৪৩
  • ২২৫

---

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তারাই সম্মুখ সারির মানুষ।

সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম এতে বক্তব্য রাখেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135765 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:21:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group