• হোম > বিনোদন | বিশেষ নিউজ > ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওরি আটক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওরি আটক

  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১৪:৫৯
  • ৪৯৯

---

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক হয়েছেন আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরি। একই অভিযোগে ওরির সঙ্গে থাকা আরও ৭ বন্ধুকে আটক করে পুলিশ। ইতোমধ্যে তাদের নামে একটা মামলা দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৈষ্ণোদেবী মন্দিরের অদূরে এক হোটেলে বসে বন্ধুদের নিয়ে মদ্যপান করেছিলেন ওরি। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের অনিভূতিতে আঘাত হেনেছে বলেও দাবি উঠেছে। সেই হোটেল এলাকায় এর আগে থেকে মদ্যপান এবং আমিষ খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি মদ্যপান করে গেছেন ওরি। এই অভিযোগ যেতেই নড়েচড়ে বসে পুলিশ।

এই ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই আটজনকে নোটিশও পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135779 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 06:13:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group