• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিহত পরিবারের দাবি হত্যা

মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিহত পরিবারের দাবি হত্যা

  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১৬:২৫
  • ৪৭৩

---

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা (২০) খাটের ওপর পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে একত্রিত হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৫) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, “আমার জামাই ইয়াসিন দীর্ঘদিন ধরে অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আমি বিশ্বাস করি, এই ঘটনার জের ধরেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।” পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135781 ,   Print Date & Time: Tuesday, 6 January 2026, 04:59:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group