• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সাথে লবি মিটিং

শ্যামনগরে কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সাথে লবি মিটিং

  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১৭:২৯
  • ২৫৮

---

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উত্তরণের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সাথে লবি মিটিংয়ের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে উপজেলা শিশুদের সার্বিক পরিস্থিতি, শিশুশ্রম নীতিমালা, শিশু শিক্ষা,শিশু শ্রম প্রতিরোধ সহ অন্যান্য বিষয়ে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, কলকারখানা বিষয়ক খুলনার সহকারী মহাপরিদর্শক শাহিনুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ প্রধান কার্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান জমাদ্দার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, এডুকোর প্রতিনিধি মিজানুর রহমান, কাশিমাড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক, ব্রিজ স্কুলের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সাথে লবি মিটিংএ সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135783 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 01:38:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group