• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১৪:৪২
  • ২৪৩

---

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। এই আবেদনটি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আওয়ামী লীগের যাদের নামে রেড নোটিশের আবেদন করা হয়েছে তাঁরা হলেন–ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, একে এম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত ও তারেক আহমেদ সিদ্দিকী।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পর একে একে বেশ কিছু মামলা হয় শেখ হাসিনা ও তাঁর দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েক নেতাকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135830 ,   Print Date & Time: Tuesday, 28 October 2025, 12:26:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group