• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০,বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০,বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

  • শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১৪:৫৩
  • ২৪৩

---

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষেরদ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। আহতরা বর্তমানে হরিপুর ও ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাঝে মাঝে টহল দিচ্ছেন সেনাবাহিনীর। শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবদ রেখেছে উপজেলা প্রশাসন।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটঘরিয়া গ্রামের মাহতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলছে। জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। ঘটনার দিন আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এবং অগ্নিসংযোগ করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার ঘটনাও ঘটেছে। ইয়াসিনের লোকজনের সঙ্গে তারা সংঘর্ষে জড়ান। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর ও গরু ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটে। উভয় পক্ষের মাঝে উত্তেজনা চরমে ঠেকলে সেই সাধে আগুন চারিদিকে ব্যাপক ছড়িয়ে পড়লে হরিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হরিপুর উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135836 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 02:15:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group