• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরের ত্রাস ডেঞ্জার সোহাগ আটক

যশোরের ত্রাস ডেঞ্জার সোহাগ আটক

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৫
  • ৪১৭

---

যশোর প্রতিনিধি, ইয়ানূর রহমান :
যশোর শহরতলীর শংকরপুরের ত্রাস সন্ত্রাসী ডেঞ্জার সোহাগসহ দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদেরকে একটি হত্যা মামলায় আটক দেখানো হয়েছে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, হত্যাসহ ৯ মামলার আসামি ডেঞ্জার সোহাগকে শনিবার বিকেলে আটক
করেছেন। শংকরপুরের সন্যাসী দিঘির পাড় এলাকা থেকে সে সোহাগকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, ডেঞ্জার সোহাগ একজন ভয়ংকর সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে এলাকার ত্রাস ছিলেন ডেঞ্জার সোহাগ। সোহাগের অত্যাচারে অতিষ্ট ছিলেন এলাকার শান্তিপ্রিয় মানুষ। ডেঞ্জার সোহাগ শংকরপুরের মশিয়ার রহমান হত্যা মামলার আসামি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135856 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 07:00:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group