• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫২
  • ১৫৫

---

ইয়ানূর রহমান :

যশোরে আওয়ামী লীগ হঠাৎ করে আবারো ঝটিকা মিছিল করেছেন। একটি মিছিলের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও দলের নেতাকর্মীদের দাবী, রোববার সন্ধ্যা ও রাতে তারা যশোর শহরে তারা একাধিক মিছিল করেছেন।

সারাদেশের মতো যশোরেও এ ধরণের ঝটিকা মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে রোববার পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর ছিলো। শহরের পুরাতনকসবা কাঁঠালতলায় অবস্থান নেয়া ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি।

এরই মাঝে রোববার সন্ধ্যায় ঘোপ বাবলাতলা, ঢাকা রোড এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ ঝটিকা মিছিল করে। বিভিন্ন সোশাল মিডিয়ায় পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে ওই মিছিল থেকে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ ছাড়াও ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনার দুই নয়ন-বাংলাদেশের উন্নয়ন’ ইত্যাদি শ্লোগান দিতে।

এদিকে, রোববার রাতেই যশোর শহরের মণিহার এলাকায় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতাকর্মী জানিয়েছেন। তবে ওই মিছিলের কোনো ছবি কিংবা ভিডিও ফুটেজ তারা দেখাতে পারেননি।

এছাড়া রোববার যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135863 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 01:57:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group