• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীশংকৈলে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৭
  • ১৮৮

---

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ এপ্রিল রবিবার রাতব্যাপি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর অর রশিদ মামুস (৫৭),পৌর আ.লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক,অজয় বসাক (৫০) স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ আলী (৩৩), ছাত্রলীগ কর্মী দুলাল হোসেন (৩২) ও সানোয়ার হোসেন(সানী)(২২)। ওসি মুহা: আরশেদুল হক জানান, রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135865 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 11:59:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group