• হোম > জাতীয় | বিশেষ নিউজ > শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১৬:২২
  • ১৫৬

---

জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, যা নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) একটি চিঠির মাধ্যমে এই লক কার্যকর করা হয়।

নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135869 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:43:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group