• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪
  • ৩০২

---

সিলেট টেস্টে হারের দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে এসেছে দুটি পরিবর্তন। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। পাশাপাশি প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

বুধবার (২৩ এপ্রিল) বিসিবি চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য এই স্কোয়াড প্রকাশ করে।

প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান ও পেসার নাহিদ রানা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের জন্য নাহিদ রানাকে ছুটি দেওয়া হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রায় দুই বছর দশ মাস পর জাতীয় টেস্ট দলে ফেরত এসেছেন এনামুল হক বিজয়। সর্বশেষ ২০২২ সালের জুনে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে অভিষেকের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন স্পিনার তানভীর ইসলাম।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া আঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135889 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:54:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group