• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে সেনা-পুলিশের যৌথ অভিযানে মাদক ও টাকাসহ চার কারবারি আটক

যশোরে সেনা-পুলিশের যৌথ অভিযানে মাদক ও টাকাসহ চার কারবারি আটক

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১৮:২০
  • ২৩০

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোর শহরের ২টি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক কারবারিকে আটক হয়েছে। বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের রেলগেট ও সংকরপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালনা করে।

আটককৃতরা হলেন, রেলগেট কয়লাপট্টি এলাকার আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার রফিকুল ইসলাম সাবু, আসিফ ও রেলস্টেশন গাড়োয়ানপট্টির ওসমান রোহিত।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানে কোতোয়ালি
থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135891 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 08:55:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group