• হোম > জাতীয় | বিশেষ নিউজ > পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৩
  • ১৪২

---

বিশ্বখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর একদিন আগে, শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সালে তিনি রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি ফ্রান্সিস ছিলেন প্রথম পোপ যিনি ইউরোপীয় নন এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকে নির্বাচিত হন।

ভ্যাটিকান সিটি, যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, হলো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র, যার আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। ইতালির রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রাচীরবেষ্টিত রাষ্ট্রটি রোমান ক্যাথলিক গির্জার কেন্দ্র এবং পোপের সরকারি আবাসস্থল। ১৯২৯ সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ড. ইউনূসের উপস্থিতি বাংলাদেশের প্রতিনিধিত্বের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135906 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:12:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group