• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬
  • ১৪৯

---

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর ফলে গাজায় চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার ৫০০ জনে।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৫৬ জন এবং আহত হয়েছেন ১০৮ জন। এখন পর্যন্ত সংঘাতে আহতের মোট সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যাদের উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের নতুন হামলা শুরুর পর ইতোমধ্যে ২ হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন। চলতি বছরের জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির পর দুই মাস কিছুটা শান্ত থাকলেও মার্চের মাঝামাঝি থেকে হামাসের সঙ্গে বিরোধের জেরে ইসরায়েল ফের আক্রমণ শুরু করে। ফলে যুদ্ধবিরতি কার্যত ভেঙে যায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135909 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 06:07:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group