• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৫:২৭
  • ১৯৪

---

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুর আড়াই টায় পুকুরে গোসল করতে নেমে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন।

জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। তাজরিন ও জান্নাতুন সাঁতার জানতনা। গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। এ দৃশ্য একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135918 ,   Print Date & Time: Monday, 22 December 2025, 10:19:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group