• হোম > জাতীয় | বিশেষ নিউজ > রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৪২
  • ১০২

---

কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইতালির রোম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা উদ্দেশ্যে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ড. ইউনূস।

গত ২১ এপ্রিল তিনি কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন। চার দিনের সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও, পোপ ফ্রান্সিসের আকস্মিক মৃত্যুতে কাতার থেকেই তিনি ভ্যাটিকান সিটির উদ্দেশে যাত্রা করেন।

ভ্যাটিকানে দুই ঘণ্টাব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের আগে এবং পরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ এবং গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. ইউনূস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135924 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:55:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group