• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > সিন্ধু নদের পানি যেকোনো মূল্যে রক্ষা করবে পাকিস্তান: শেহবাজ শরীফ

সিন্ধু নদের পানি যেকোনো মূল্যে রক্ষা করবে পাকিস্তান: শেহবাজ শরীফ

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩
  • ২০৮

---

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে পাকিস্তান। এ প্রেক্ষিতে পানির অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি স্পষ্টভাবে বলেন, “যেকোনো মূল্যে পাকিস্তান নিজের পানির অধিকার রক্ষা করবে।”

শনিবার (২৬ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলাপে শেহবাজ শরীফ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। বরং, পাকিস্তান নিজেই গত দুই দশকে সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার প্রাণহানি ও বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। ভারতের উত্তেজক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং ইরানের কোনও মধ্যস্থতা থাকলে তা স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে তাদের পাশে থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135926 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 09:06:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group