• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৩১
  • ২৯৪

---

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মো. জাফর আলম ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

এর আগে, তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135941 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 01:52:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group