• হোম > জাতীয় | বিশেষ নিউজ > দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯
  • ১৯৯

---

চার দিনের কাতার সফর ও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করেন তিনি। পরে দিবাগত রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। তার একদিন আগে (শুক্রবার) তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

পোপের শেষকৃত্যানুষ্ঠান শেষে ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাদের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস। সাক্ষাতে তারা তার কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দারিদ্র্যবিরোধী আন্দোলনে অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ‍‍`আর্থনা সামিট–২০২৫‍‍`-এ যোগ দিতে গত ২১ এপ্রিল কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135949 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 10:39:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group