• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
  • ৫১৫

---

জহুরুল ইসলাম হালিম, জেলা প্রতিনিধি, রাজবাড়ী :

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে ১শ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষীপুর রেলস্টেশন এলাকার মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ হাফিজুল (৫০) ও উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পোড়া ভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোসাঃ সাথি বেগম (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই নাজিমউদ্দীন সংগীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলাধীন বাংলাদেশ হ্যাচারী সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ১শ পুরিয়া হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135983 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 11:55:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group