• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৯:০৩
  • ৩৯১

---

নকশাবহির্ভূত রেস্টুরেন্ট ও রুফটপ রেস্টুরেন্টগুলোর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজউক অনুমোদিত নকশায় রেস্টুরেন্টের অনুমোদন না থাকলেও অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভেতরে অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। পাশাপাশি ভবনের ছাদে নিয়ম না মেনে রুফটপ রেস্টুরেন্ট চালানো হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে এ ধরনের অবৈধ রেস্টুরেন্ট থেকে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

ডিএসসিসি জানিয়েছে, অনেকে অনৈতিকভাবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। পরিস্থিতি বিবেচনায়, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে সব নকশাবহির্ভূত রেস্টুরেন্ট ও রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, বাতিল করা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135987 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 09:56:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group