• হোম > জাতীয় | বিশেষ নিউজ > নির্বাচনের আগের সময়টা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগের সময়টা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫:১৪
  • ১৪২

---

সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন। তাই পুলিশকে সজাগ থাকতে হবে, যাতে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে, সেই নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, যার ফলে অনেক সৎ কর্মকর্তাকেও জনরোষের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, “আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। এবার ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকবো।”

এছাড়া, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জনগণের আস্থা পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136016 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 07:38:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group