• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মধুখালীত ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত

মধুখালীত ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫০
  • ৪৭০

---

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় পুরোহিত নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে কালূখালী-ভাটিয়াপাড়া রেলপথ চালাচলকারী ভাটিয়াপাড়া ট্রেনটি দুপুর দেড়টার দিক মধুখালী রেলস্ট্রশন প্রবেশের ১ কিলামিটার উত্তরে ফরিদপুরে চিনিকলের পূর্বপাশে চলন্ত ট্রেনের ধাক্কায় এক পুরোহিত নিহত হয়েছেন। উপজলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতেন। তার নাম অপুর্ব মাধব দাস(৪৫)। স্থানীয়রা জানান ট্রেন আসার আগে তাকে দুর্ঘটনা এলাকায় এলোমেলো ঘুরাফেরা করতে দেখা গেছে। এ বিষয়ে মধুখালী রেলস্ট্রেশন মাষ্টার কাউসার মাহমুদ জানান নিহত পুরহিত আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানতে পেরেছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136033 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 01:07:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group