• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > মেজাজ হারিয়ে গ্যালারিতে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

মেজাজ হারিয়ে গ্যালারিতে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৮
  • ২৪২

---

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর কাছে হেরে মাঠ ছাড়েনি উত্তেজনা। খেলার ফলাফল একপাক্ষিক হলেও ম্যাচশেষে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ মেজাজ হারিয়ে তেড়ে যান গ্যালারির এক দর্শকের দিকে। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিথুনের ফিফটিতে আবাহনী সহজেই জয় তুলে নিলে হতাশায় মাঠ ছাড়ছিলেন মোহামেডান অধিনায়ক রিয়াদ। ঠিক তখনই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ভেসে আসে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো, সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ। অভিজ্ঞ এই ক্রিকেটার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে হঠাৎ করে গ্যালারির দিকে তেড়ে যান, দর্শককে মারতে উদ্যত হন বলে জানা গেছে।

তবে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, তবে নিরাপত্তারক্ষী ও দলের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। রানার্সআপ দলের প্রতিনিধি হিসেবে মঞ্চে না আসায় অনেকেই তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

রিয়াদের মতো শান্ত মেজাজের ক্রিকেটারের এমন আচরণ ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। খেলার আবেগ মেনে নেয়া গেলেও, অনেকেই মনে করছেন মাঠের বাইরের এমন আচরণ একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য মোটেও কাম্য নয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136035 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 10:13:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group