• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বাংলাদেশ এখন আইএমএফের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আইএমএফের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৩
  • ১১৭

---

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর আগের মতো নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব সংস্থার দেওয়া সব শর্ত অন্ধভাবে মেনে নিয়ে ঋণ গ্রহণের প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আগের তুলনায় অনেক বেশি স্বনির্ভর। ফলে দেশ এখন প্রয়োজন অনুযায়ী, নিজের শর্ত ও স্বার্থ বিবেচনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা গ্রহণে আগ্রহী। তিনি উল্লেখ করেন, আইএমএফের সহায়তা গ্রহণ করতে হলে তা হতে হবে দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136037 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:36:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group