• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে সাংবাদিকদের সঙ্গে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজারহাটে সাংবাদিকদের সঙ্গে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬:০০
  • ২২৩

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে আঞ্চলিক তথ্য অফিস রংপুরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০এপ্রিল) সকাল ১০টায় রাজারহাট মডেল মসজিদের সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. ফরহাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার রুপাল মিয়া, মোছা. আয়েশা সিদ্দিকা, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট অর্জূন কুমার রায়।এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কবি সাহিত্যিক সরকার অরুন যদু, আসাদুজ্জামান আসাদ ও আনিছুর রহমান লিটন প্রমূখ।

বক্তারা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সুযোগ-সুবিধা এবং গুজব নিয়ে সাংবাদিকদের ভূমিকা নিয়ে পরামর্শ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136065 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 07:26:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group