• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান ও তার স্ত্রী

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯
  • ৪৪৯

---

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

আপিল বিভাগ বিশেষ জজ আদালতের দেওয়া দণ্ড এবং হাইকোর্টে তা বহাল রাখার রায় বাতিল করে আমান দম্পতির আপিল মঞ্জুর করেছে।

বিএনপি নেতা আমানের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন,

“সুপ্রিম কোর্টের রায়ে খালাস পাওয়ার ফলে আমানউল্লাহ আমানের আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশগ্রহণে আইনগত বাধা নেই।”

তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আমানকে ১৩ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল বিশেষ জজ আদালত।

২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় এই মামলাটি দায়ের করে দুদক। পরে ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের এবং তার স্ত্রী সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়। এই রায় হাইকোর্টে বহাল থাকলেও আজ আপিল বিভাগ সেই রায় বাতিল করে দিয়েছেন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136067 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 12:07:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group