• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগরে লিডার্সের বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প:

শ্যামনগরে লিডার্সের বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প:

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
  • ২৫১

শ্যামনগরে লিডাসের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প।

রনজিৎ বমন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুযোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার আগের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ শে এপ্রিল) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে বিনামূল্যে ;ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এক দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য উত্তম কুমার মন্ডল। চিকিৎসক হিসাবে সেবা প্রদান করেন আরো উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ সিনিয়র আরএমও, শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল, ডাঃ মাহফুজা আলম মুক্তা (এমবিবিএস)। উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরণময় সরদার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে যাবে।
উক্ত ক্যাম্পে উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরন হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন ;আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম,
কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও
প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136071 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 11:59:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group