• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ছাড়ল বিএসএফ

৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ছাড়ল বিএসএফ

  • শনিবার, ৩ মে ২০২৫, ১১:১৩
  • ১৫০

---

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি নাগরিককে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। রাত ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া দুইজন হলেন—রিমন হোসেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ও সাজেদুল ইসলাম, বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে, রিমনের মামা ।

বিজিবির তথ্য অনুযায়ী, কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে থাকা ভারতীয় চা বাগানে ভিডিও তৈরি করছিলেন তারা। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। বিজিবি তাৎক্ষণিক যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানায় এবং দ্রুত কূটনৈতিক উদ্যোগে তাদের মুক্ত করে আনে।

ঘটনার পর রিমন ও সাজেদুলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন,“বিজিবির দ্রুত পদক্ষেপ ও সমন্বয়ের ফলে দুই বাংলাদেশিকে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে।”

এদিকে বিজিবির কার্যকর ভূমিকার জন্য ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্প্রতি সীমান্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ ও টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে, যা নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক থাকার কথা জানিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136089 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 09:56:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group