• হোম > খেলা | বিশেষ নিউজ > সাকিবকে বলেছিলাম, আওয়ামী লীগে যেও না”— মেজর হাফিজ

সাকিবকে বলেছিলাম, আওয়ামী লীগে যেও না”— মেজর হাফিজ

  • শনিবার, ৩ মে ২০২৫, ১৭:১৮
  • ৫৪৬

---

ক্রিকেটার থেকে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দিতে আগেই পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ শনিবার (৩ মে) ঢাকায় এক অনুষ্ঠানে সেই সাক্ষাত ও উপদেশের কথা প্রকাশ্যে আনেন তিনি।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেজর হাফিজ বলেন,“সাকিব একদিন আমার বাসায় এসেছিল। তাকে বলেছিলাম, যা করো করো—আওয়ামী লীগ কখনো করো না। সে শুনে একটু বিমর্ষ হয়েছিল। আমার কথা যদি শুনতো, তাহলে আজ ঢাকায় সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারত। এখন তো বাড়ি আসাই মুশকিল হবে।”

স্মৃতিচারণে তিনি জানান, সাকিব রাজনীতিতে যোগ দেওয়ার আগে তার সঙ্গে দেখা করে মতামত নিতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় দলে খেলার সময়ই রাজনীতিতে জড়ানো এবং তা-ও ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেয়াকে তিনি ‘ঝুঁকিপূর্ণ’ বলেই মনে করেছিলেন।

সাকিব আল হাসান গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তাকেও সতর্ক করেন মেজর হাফিজ। তিনি বলেন,“তামিমের যথেষ্ট নাম হয়েছে। প্রতিটি জনপ্রিয় ক্রীড়াবিদের একজন পরামর্শদাতা থাকা উচিত, যাতে তারা মাথা ঠান্ডা রাখতে পারে, ভুল পথে না যায়।”

মেজর হাফিজ অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ক্রীড়াবিদদের ব্যবহার করে ফেলে দিচ্ছে।

“সাকিব, মাশরাফী, এমনকি তামিমকেও বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়া তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, তারকা ক্রীড়াবিদদের দায়িত্বশীল আচরণ করা উচিত এবং তারা যেন হঠকারী সিদ্ধান্তে দেশের মানুষের ভালোবাসা হারিয়ে না ফেলেন, সেই আহ্বানও জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136102 ,   Print Date & Time: Friday, 12 December 2025, 07:14:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group