• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > মঙ্গলবার সকালে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

মঙ্গলবার সকালে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

  • রবিবার, ৪ মে ২০২৫, ১২:৩৮
  • ৫৬১

---

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ‘বেগম খালেদা জিয়া ৬ মে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।’

নেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে দলটির অভ্যন্তরে এ নিয়ে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, নেত্রীর আগমন উপলক্ষে দলের নেতা-কর্মীরা সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ ও আর্থ্রাইটিসসহ একাধিক রোগ রয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। দীর্ঘ প্রায় এক দশক পর সেখানে তিনি বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136116 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 01:29:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group