• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

শোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

  • রবিবার, ৪ মে ২০২৫, ১৫:৩৩
  • ১২৩

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের উপর নৃশংস হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার (৩ মে ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টায় কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী বক্সর উপর বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় কুপিয়ে মোহাম্মদ আলী বক্সের বাম হাত কব্জি বিচ্ছিন্ন করেছে তারা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু
হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী বক্সকে স্থানীয় মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালে তারা প্রথমে বোমা নিক্ষেপ করে তাকে আহত করে। এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ একটি হাত বিচ্ছিন্ন করে ।

ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত মোহাম্মদ আলী বক্সকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেন।

এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136118 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:27:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group