রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে শনিবার ৩ মে সন্ধ্যায় ১০ দিন ব্যাপি ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। গেস্ট অব অনার ছিলেন- সাবেক সংসদ সদস্য(ঠাকুরগাঁও-৩) জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী বিশ্বাস পান্না। এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠু, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলিসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে বৈশাখের গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মনিরুজ্জামান মনি ও অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশাখী মেলা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। দীর্ঘকাল ধরে বাংলাদেশের বাঙালি জাতি এ ঐতিহ্য বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ধারণ ও পালন করে আসছে। লক্ষ্য রাখতে হবে আমাদের এ বাঙালি সংস্কৃতিতে যেন কোনো বিদেশি সংস্কৃতি মিশে না যায়।
এবার মেলায় প্রায় দু’শ স্টল স্থান পেয়েছে।