• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষক

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষক

  • রবিবার, ৪ মে ২০২৫, ১৬:০৬
  • ১৭৬

---

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত শনিবার ৩ মে নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাইমুদ্দিন বাচোর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকালে নইমুদ্দিন তার বাংলাগড় বাজারের পাশে নির্মাণাধীন বাসায় পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে আব্দুল আওয়াল জানান, সকাল নয়টার সময় বাবা ও আমি একসাথে বাসা থেকে বের হয়ে কাজে যায়। আমি ধানক্ষেতে স্প্রে দিতে যায় আর বাবা আমাদের নতুন বাসার ছাদে পানি দেয়ার জন্য যায়। আমি ক্ষেত থেকে দুপুরে বাসায় এসে দেখি বাবা বাসায় আসেন নি। পরে বাবাকে খুঁজতে নতুন বাসায় যায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই

মৃত্যু বরণ করেছেন। রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136124 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 07:00:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group