• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • রবিবার, ৪ মে ২০২৫, ১৬:২৫
  • ১৬৯

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীল তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি বিশ লক্ষ টাকা।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136126 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 04:30:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group