গাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
সারজিস লিখেছেন, “হাসনাতের গাড়িতে গাজীপুর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির কাচ ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, তাকে প্রটেকশন দিন।”
একই ধরনের তথ্য দিয়ে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লেখেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। যারা কাছাকাছি আছেন, দ্রুত এগিয়ে আসার অনুরোধ করছি।”