• হোম > জাতীয় | বিশেষ নিউজ > হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

  • সোমবার, ৫ মে ২০২৫, ১২:৩৮
  • ২৩৫

---

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৪ মে) রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে দুজনের নাম জানা গেছে—তারা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ (দিপু)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সাদা মাইক্রোবাসে করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় চার-পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত কুনইয়ে আঘাত পান।

হামলার পর তিনি বোর্ডবাজারের আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেন এবং সেখান থেকে নিরাপদে ঢাকায় চলে যান। ঘটনার প্রতিবাদে আইইউটির সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন দলটির নেতারা।

এডিসি রবিউল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং রাতভর চলা অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।”


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136146 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 05:10:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group