• হোম > জাতীয় | বিশেষ নিউজ > দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

  • সোমবার, ৫ মে ২০২৫, ১২:৫৯
  • ১৩০

---

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।”

সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। সব সিদ্ধান্ত কমিশনের পাঁচ সদস্য একসঙ্গে বসে গ্রহণ করেন। এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত দেন না।”

এ সময় তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের জন্যই কমিশন পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে। নির্বাচনী পরিবেশ যাতে গ্রহণযোগ্য থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না করানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, “শপথ গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। কমিশনের এখতারে এ বিষয়ে কিছু করার নেই।”

তিনি আরও জানান, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষ পরিবেশ তৈরিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136150 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 01:29:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group