• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন

  • সোমবার, ৫ মে ২০২৫, ১৭:৫৬
  • ২১০

---

মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(৫ মে সোমবার) বেলা ১১ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা চরকায় সরকারি এলএসডি খাদ্য গোডাউন চত্বরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এমন তৌহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চরকায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, মিল মালিক মোস্তাফিজুর রহমান ফিজুল, এফ এম এ এফ এল রাইস মিলের পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা রাইস মিলের স্বত্তাধিকারী মোস্তফা হোসেন প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এইচ এমন তৌহিদুল্লাহর বলেন, ২০২৫ সালের চলতি বোরো মৌসুমে ধান মালিকের কাছে থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১শ ২০ মেট্রিক টন এবং মিল মালিকদের কাছে থেকে ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪শ ৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল মোট ৩৭ জন মিল মালিকদের কাছে থেকে এসব চাল সংগ্রহ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136152 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 03:05:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group