• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের

সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের

  • সোমবার, ৫ মে ২০২৫, ১৮:৩২
  • ১৩৭

---

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, “বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক—ইইউ এই প্রত্যাশা করে, কিন্তু কোনো ধরনের চাপ সৃষ্টি করছে না।” বরং অন্তর্বর্তী সরকারের অধীনে গৃহীত সংস্কার কার্যক্রমকে সময় দিয়ে ফলপ্রসূভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ মিলার এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনের তারিখ নির্ধারণ করা বাংলাদেশের সরকারের কাজ। ইউরোপীয় ইউনিয়ন চায় যেন নির্বাচন হয় স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে। তবে এর আগে যে সংস্কার দরকার—তা বাস্তবায়নে সরকারকে সময় ও স্থিতিশীলতা দিতে হবে।”

গণঅভ্যুত্থান-পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “জাতিসংঘের প্রতিবেদন স্পষ্টভাবে দায় নির্ধারণ করেছে। এখন প্রয়োজন স্বচ্ছ বিচারের মধ্য দিয়ে দায়ীদের জবাবদিহির মুখোমুখি করা।”

রাখাইন প্রসঙ্গে মিলার বলেন, “উভয় পাশের ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ত্রাণ যেন নিরপেক্ষভাবে বিতরণ হয়, তা গুরুত্বের সঙ্গে দেখা দরকার।”
ইইউতে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রশ্নে মিলার বলেন, “সরকার যদি এই অর্থ ফিরিয়ে আনতে চায়, তবে তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে সক্রিয় যোগাযোগ করতে হবে।”
বাংলাদেশ ও ইইউর সম্পর্কের ভিত্তি নিয়ে তিনি বলেন, “মৌলিক অধিকার ও অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠছে। ইউরোপের অনেক দেশ কর্তৃত্ববাদ থেকে গণতন্ত্রে এসেছে, বাংলাদেশও সেই পথেই হাঁটছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136156 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 03:18:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group