• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ শ্রীলঙ্কার

  • সোমবার, ৫ মে ২০২৫, ১৮:৪১
  • ৩৩৩

---

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তবে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। কারণ, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে  শ্রীলঙ্কায় পাড়ি জমাতে হবে লিটন-শান্তদের।

সোমবার (৫ মে) এই সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরে শুধু পরিবারের সঙ্গে ঈদুল আযহা পালনের সুযোগ পাবে ক্রিকেটাররা। এরপর ১৩ জুন শ্রীলঙ্কার বিমান ধরবে টাইগাররা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

আগামী ২ জুলাই প্রথম ও ৫ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে মিরাজরা। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। দুই দিন বিরতির পর ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

এ ছাড়াও পাল্লেকেলেতে ১০ জুলাই মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচ ১০ জুলাই ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136158 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 07:46:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group