• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • সোমবার, ৫ মে ২০২৫, ১৮:৪৫
  • ৩৪৬

---

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ( ৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

স্হানীয়রা জানায়, গতকাল রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে ১২টায় বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় যায় সাকিব।এসময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সাকিব। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা একটি হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সামিউল ইসলাম জানান, গতকাল রাতে মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন সাকিব।

পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136160 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:41:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group