• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদ্রাসা শিক্ষক হত্যা মায়ের ফাঁসির দাবি মেয়ের

মাদ্রাসা শিক্ষক হত্যা মায়ের ফাঁসির দাবি মেয়ের

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১০:৩৪
  • ১৯৮

---

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক বাবাকে হত্যার দায়ে মায়ের ফাঁসির দাবি জানিয়েছেন মেয়ে। রোববার (৪ মে) বিকেলে উপজেলার বামুন্দী নতুন বাজারে (বিল আড়োলিয়া) শোকসভা অনুষ্ঠান থেকে এ দাবি জানান তিনি।

স্থানীয় চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আল কালাম আজাদ হত্যার ঘটনায় এ শোকসভার আয়োজন করে শেখ পরিবার ও স্থানীয় জনতা।
ওই শোকসভায় নিহত শেখ আল কালাম আজাদের নবম শ্রেণি পডুয়া মেয়ে তাহসিন আহমেদ ঝিলিক বাবার হত্যার দায়ে তার মায়ের ফাঁসিতে ঝুলানো প্ল্যাকার্ড‌ হাতে মায়ের ফাঁসি দাবি করেন।

হাতে ‘খুনি তিথীর ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড ও মায়ের ছবি উঁচিয়ে ধরে তিনি বলেন, আমি আমার বাবার হত্যাকারী, আমার মায়ের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই! তার এ দাবিতে পুরো সভাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোকসভায় নিহত শিক্ষক আল কালাম আজাদকে স্মৃতিচারণ ও তার খুনিদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির ও নিহতের সহকর্মী মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান, বিএনপির সহ-সভাপতি আ. রহিম ফকির, মাওলানা রফিকুল ইসলাম, নিহতের চাচা তোফায়েল আহমেদ টিক্কা, নিহতের ছেলে মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি মো. সাহিন মিয়া, সাংবাদিক মতিয়ার রহমান মিয়া, ব্যবসায়ী হরিপদ দাসসহ আরও অনেকে।

স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং শেখ পরিবারের সদস্য ও ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এই সভায় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিহত শেখ আল কালাম আজাদ বিল আড়োলিয়া বাজারের বাজার কমিটির সভাপতি ও চরবামুন্দি ইয়াছিন আলি দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৭ এপ্রিল সন্ধ্যায় শিক্ষক আল কালাম আজাদ নিখোঁজ হন। ২৮ এপ্রিল তার ছেলে তানভীর আহম্মেদ শিমুল মধুখালী খানায় একটি জিডি করেন এবং ২৯ এপ্রিল মধুখালী থানা পুলিশ উপজেলার জাহাপুর ইউনিয়নের কুঠরাকান্দি এলাকা হতে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মো. রাসেল শেখ (২৯), নিহতের দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা তিথী (৩০) ও শাশুড়ি রাফেজাকে (৫৫) গ্রেপ্তা‌র করে পুলিশ। এর মধ্যে মো. রাসেল আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136168 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 08:30:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group